• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আট বছর পর পুনরাবৃত্তি!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১

২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেক হয় নেইমারের। ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেই গোল পান ১৮ বছর বয়সী তরুণ তুর্কি। প্রীতি ম্যাচটিতে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রায় ৮ বছর পর আজ শনিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফের খেলতে নেমেছিলেন এই ফরোয়ার্ড। প্রতিপক্ষ আর ফলাফল এক্কেবারে মিলে গেলো। মজার বিষয় হচ্ছে আজকের ম্যাচেও গোল করেছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই তারকা।

আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হয় ম্যাচটি। নেইমার ছাড়াও এদিন গোল পেয়েছেন রবার্তো ফিরমিনো।

এই ম্যাচের নামার আগেই দলের স্থায়ী অধিনায়ক হিসেবে নেইমারের নাম ঘোষণা করেছিলেন তিতে। এদিন ব্রাজিলের কোচ ২-২-৩-৩ ফরম্যাটে সাজিয়েছিলেন দলকে।

শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে সেলেকাওরা। আর এর ফলাফল পেয়ে যায় ১১তম মিনিটেই। জুভেন্টাস উইঙ্গার ডগলাস কস্তার ক্রসে দলকে লিড এনে দেন ফিরমিনো। গ্যাব্রিয়েল জেসুস ইনজুরিতে থাকায় মূল একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করলেন এই লিভারপুল স্ট্রাইকার।

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহোকে ডি বক্সের কাছাকাছি ফেলে দেন স্বাগতিক মিডফিল্ডার উইল ট্রাপ। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। যা বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যম বিতর্কিত হিসেবেই উল্লেখ করে। ম্যাচের ৪৩তম মিনিটে শটটি নেন নেইমার। এতে ২-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা।

দুই পক্ষই বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল গোল পোস্টে বল জড়ানোর। তবে কেউই সফল হয়নি। ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পর এই প্রথম খেলতে নেমে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

আরও পড়ুন :

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
X
Fresh