• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এশিয়া কাপের স্বাগতিকদের হারিয়ে মূল পর্বে হংকং

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২১

এশিয়া কাপের বাছাই পর্বে উড়তে থাকা সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) মাটিতে নামালো হংকং। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ইউএইকে বাছাই পর্বের ফাইনালে হারিয়ে জায়গা করে নিলো এশিয়ার সেরার লড়াইয়ের মূল পর্বে।

এই জয়ে মূল পর্বের গ্রুপ ‘বি’তে হংকংয়ের অপেক্ষা করছে ভারত ও পাকিস্তানের মতো জায়ান্ট দুইদল। অন্যদিকে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা আর আফগানিস্তান।

আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরের কিনারা ওভাল অ্যাকাডেমি মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হংকং। সকালে ব্যাট করতে নেমে আরব আমিরাতের দুই ওপেনার শুরুটা ভালোই করেন। কিন্তু ইনিংসের ১২.১ ওভারের সময় চিরাগ সুরি ৪০ বল খেলে বিদায় নেন ১১ রান করে।

সুরির বিদায়ের পর শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। এর ভেতরও একপ্রান্ত আগলে ধরেন আরেক ওপেনার আশফাক আহমেদ। এই ওপেনারের ব্যাটে আসে ৫১ বলে ৭৯ রান।