• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপ ২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এগুতে চান মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩১

এশিয়া কাপ খেলতে আগামি রোববার ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এশিয়া সেরা হবার লড়াইয়ে ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

প্রায় ২৩ বছর পর ইউএইতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সব মিলিয়ে ২০১৮ সালের এশিয়া কাপ খুব চ্যালেঞ্জিং।

মাশরাফির মতে, প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা এশিয়া কাপে কেমন করব, সেটা নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স। যদি ম্যাচটা জিততে পারি, তাহলে আমরা শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যাবো।

এবারের আসরে বর্তমান দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার দলপতি। যদিও কোনও প্রতিপক্ষকেই ছোট করে দেখছেন না ডান-হাতি এই পেসার।

৩৩ বছর বয়সী এই তারকা বলেন, আমাদের সামর্থ্য আছে ভালো খেলার। দলে ভালো মানের ক্রিকেটার আছে, যারা ম্যাচ উইনার। তারপরও আামাদের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। যদি প্রথম ম্যাচটি জিতে যাই আমাদের ভালো করার সুযোগ থাকবে।

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
ভালো শুরুর পর ফিরলেন জয়
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
X
Fresh