• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৯

সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করলো ভারত। আসরের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে জয় পেলো বর্তমান চ্যাম্পিয়নরা।

আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের হয়ে গোল করেন আশিক কুরুনিয়ান ও লাল্লিয়ানজুয়ালা চাঙ্গতে।

এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারতীয়রা। প্রথমার্ধে বেশ কয়েকবার চেষ্টা করলেও সফল হতে পারেনি লঙ্কানরা। তবে ৩৫তম মিনিটে টিম ইন্ডিয়াকে লিগ এনে দেন আশিক। সুমিত পাস্সির বাড়ানো বলটি টেনে প্রতিপক্ষের বাড়ে জড়ান ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় সাফের সাত বারের চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আক্রমণ চালায় স্টেফেন কন্সট্যান্টটাইনের শিষ্যরা। ৪৭ মিনিটের মাথায় গারমানপ্রিত সিংহের দেয়া পাসে লাল্লিয়ানজুয়ালার অসাধারণ গোলে ফের এগিয়ে যায় ভারত শিবির। শেষ পর্যন্ত বেশ কয়েকটি সুযোগ পেলেও লঙ্কান গোলকিপার সুজন পেরারা নৈপুণ্যে গোল মিলেনি ভারতের। নির্ধারিত সময় হলে ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয়রা।

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে রয়েছে দল দুটি। এই গ্রুপে মালদ্বীপ রয়েছে।

সাফ শিরোপা বার বার ঘরে তুলেছে ভারত। আর তাই এবারের আসরে অনূর্ধ্ব ২৩ দল পাঠিয়েছে ভারতীয়রা।

এবার দ্বাদশ আসর। এরমধ্যে একবার করে বাংলাদেশ, আফগানিস্তান মালদ্বীপ ও শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টে পাকিস্তান, নেপাল ও ভুটান একবারও ফাইনাল খেলতে পারেনি।

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে আরটিভির পর্দা মাতাবেন তৌসিফ-সাফা
ঈদে অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটা দিন’
সিলেট টেস্টে সাফল্যের রহস্য উন্মোচন করলেন ডি সিলভা
‘সাংবাদিকদের প্রশ্নের সুর বদলেছে, এটাই আমাদের বড় সাফল্য’
X
Fresh