• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বধিরদের নিয়ে ওয়ালটনের ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৬

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে নিয়ে ঢাকায় বসছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি বধির ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টটি আয়োজন করছে বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশন। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোমঅ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

আগামী ১৪ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ডাবল লিগ পদ্ধতিতে ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার দেবে ওয়ালটন গ্রুপ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফিসহ পাবে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফির সঙ্গে পাবে ২৫ হাজার টাকা।

-------------------------------------------------------
আরও পড়ুন : এশিয়া কাপে পেস নির্ভর পাকিস্তান
-------------------------------------------------------

টুর্নামেন্টে সম্পৃক্ত হওয়ার কারণ জানাতে গিয়ে ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, বধিরদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওয়ালটন গ্রুপ স্পন্সর করার প্রধান কারণ দুটি।