• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তপু বর্মনের গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০
ফাইল ছবি

২০১৬ সালের পরাজয়কে যেন ভুলতে পারলো না বাংলাদেশ। না হয় গ্যালারি ভর্তি দর্শক থিতু হয়ে বসার আগেই বাংলাদেশকে এগিয়ে দিলেন তপু বর্মন। খেলা শুরুর দেড় মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল আদায় করেন তপু।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাফ সুজুকি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামে বাংলাদেশ ও ভুটান।

২০১৬ সালের ১০ অক্টোবরে ভুটানের কাছে পরাজয়ের প্রায় দুই বছর পর ফের ভুটানের বিপক্ষে নেমেছে। লাল-সবুজের জার্সিধারীরা। ওই পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে ১৭ মাস নির্বাসনে চলে যায় বাংলাদেশ।

যদিও এ ম্যাচকে প্রতিশোধ হিসেবে নিতে নারাজ বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমরা কেবল ভুটানের ম্যাচকে টার্গেট করে খেলব না। শুধু তাদের নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমরা পুরো টুর্নামেন্টকে টার্গেট করে খেলব। অতীতে কী হয়েছে সেটা নিয়ে ভাবতে চাই না। ভালো খেলা উপহার দিতে চাই।

বাংলাদেশ দল
ওয়ালি ফয়সাল, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), সাদ উদ্দীন, বিশ্বনাথ ঘোষ, আতিকুর রহমান ফাহাদ, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মাশুক মিয়া জনি এবং শহীদুল ইসলাম সোহেল।

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh