• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এশিয়ান গেমস-২০১৮’তে চীনের শ্রেষ্ঠত্ব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৬

দুঃখের বিষয়, ২০১৮ এশিয়ান গেমস থেকে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ। ৩২ বছর পর এমন খালি হাতে ফেরা দেশের অ্যাথলেটিকসের জন্য অশনিসংকেত বলা চলে।

১৯৮২ সালের পর গত ৮ আসরে কোনও না কোনও ইভেন্ট থেকে পদক এসেছিল। হোক সেটা সোনা, রুপা কিংবা ব্রোঞ্জ। বাংলাদেশ পদক জিততে ব্যর্থ হলেও এশিয়ার বাকি দেশগুলো তো আর থেমে নেই। এগিয়ে যাচ্ছে নিজেদের যোগ্যতা দেখিয়ে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ২০১৮ এশিয়ান গেমসের পদকের তালিকায় সবার উপরে আছে চীন। তারপরেই আছে জাপান। তৃতীয় অবস্থানে দক্ষিণ কোরিয়া। স্বাগতিক ইন্দোনেশিয়া আছে চতুর্থ অবস্থানে। সেরা দশের তালিকায় রয়েছে পাশের দেশ ভারতও।

এশিয়ান গেমসে অন্যসব ইভেন্ট বাদ দিলেও কাবাডি, শুটিং আর আরচারি নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

মুখে এসব বুলি ছাড়লেও মূল পর্বে যাওয়ার আগে এসব নিয়ে তৎপর ছিলো না কেউই। এভাবে যদি চলতে থাকে তবে আগামীতে এমন অনেকবারই পদক শূন্য হয়ে ফিরতে হবে বাংলাদেশকে।