• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জাতীয় দলে থিতু হতে চান মিথুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:০২

দীর্ঘ চার বছর আগে অভিষেক হয়েছিল। ২০১৪ সালের পর চলতি বছরের শুরুতে ওয়ানডে দলে ফিরেছিলেন। যদিও আহামরি কিছু করতে পারেননি। তবে ‘এ’ দলে নিয়মিত পারফর্ম করে এবার ফের সুযোগ মিলেছে। আর সেটাই কাজে লাগিয়ে জাতীয় ওয়ানডে দলে স্থায়ী হতে চান মোহাম্মদ মিথুন।

আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

দলে স্থায়ী হওয়ার বিষয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন, আসলে কারোরই প্রত্যাশা থাকে না শুধু দলে সুযোগ পাওয়া। অবশ্যই দলে সুযোগ পেয়ে দলের জন্য কিছু করা বা নিজের জায়গাটা পাকা করাটাই থাকে মূল উদ্দেশ্য। এরপরেও কখনও হয়, কখনও হয় না। মানুষের জীবন সবসময় একরকম যায় না। সব চেষ্টা যে সফল হবে, সেটাও না। আমরা চেষ্টা করতে পারি আমাদের ক্যারিয়ার কীভাবে আরও সুন্দর করা যায়। বাকিটা আল্লাহর ইচ্ছা এবং নিজের চেষ্টা।

-------------------------------------------------------
আরও পড়ুন : এমবাপের জার্সি পরা শিশুকে নিজের জার্সি দিলেন নেইমার
-------------------------------------------------------