• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল

পাকিস্তানি বোলারের দিকে ফিক্সিংয়ের তীর!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৬, ২১:১৫

ফিক্সিং ও পাকিস্তানি ক্রিকেটার যেনো একই সূত্রে গাঁথা। এর ব্যতিক্রম ঘটলো না বিপিএলের এবারের আসরে। পরপর দু’বলে ওভার স্টেপিং নো বল করায় ফিক্সিং সন্দেহের তীর দেশটির এক বোলারের দিকে!

ঘটনাটি ঘটেছে গেলো ১৪ নভেম্বর চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলসের ম্যাচে।চিটাগাংয়ের ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বরিশাল। ওই ইনিংসের ১১তম ওভারে চিটাগাংয়ের পাকিস্তানি বোলার ইমরান খান পরপর দু’টি নো বল দেন। তা নিয়ে মূলত প্রশ্ন উঠেছে।

সাধারণত প্রথম বলটি নো হলে পরের বলেই সতর্ক থাকেন বোলার।কিন্তু সতর্ক থাকা তো দূরের কথা দ্বিতীয় দফায় বলটি করতে গিয়ে দাগের অনেক দূর পেরিয়ে যান ইমরান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে তর্ক-বিতর্কের ঝড়।

প্রশ্ন উঠেছে, অসচেতনতা নাকি ইচ্ছাকৃত এ নো বল করেছেন ইমরান খান। অবশ্য এর কারণ এখনো না জানা গেলেও বিষয়টি নিয়ে সতর্ক দৃষ্টি রয়েছে কর্তৃপক্ষের। এখন তদন্ত হলেই সেই রহস্য উন্মোচন হবে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে পদক্ষেপ নেয়া হবে। অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh