• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মোসাদ্দেককে সর্তক করলো বিসিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৭

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ এরই আগেই স্ত্রী নির্যাতনের মামলায় অভিযুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও এশিয়ার সেরার লড়াইয়ে এই অলরাউন্ডারকে রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দেশের ক্রিকেটের সম্প্রতি বয়ে যাওয়া সবচেয়ে বড় ঘটনাটির জন্য আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে ডিসপ্লিনারি কমিটির শুনানিতে মুখোমুখি হতে হয়েছিল এই তারকাকে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন ও বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মল্লিক। তিনি বলেন, মোসাদ্দেকের বিষয়টি যেহেতু
পারিবারিক মামলা সেটির বিচার আদালতেই হবে। তাই এ ঘটনায় বিসিবির পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত নেয়া হচ্ছে না।

মল্লিক বলেন, তবে সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে বোর্ডের পক্ষ থেকে মোসাদ্দেককে সতর্ক করা হয়েছে।

মোসাদ্দেক ছাড়াও এদিন সাব্বির রহমানের শুনানি দেয়া হয়। শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডের জন্য হার্ডহিটার এই ব্যাটসম্যানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।

এদিকে জাতীয় দলের আরেক অলরাউন্ডার নাসির হোসেনের শুনানি হবার কথা ছিল এদিন। এনিয়ে মল্লিক জানান, যেহেতু ইনজুরির কারণে আপাতত ক্রিকেটের বাইরে রয়েছেন তাই নতুন করে শুনানি দেয়া হয়নি।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
ঢাকায় পৌঁছেছেন কোচ হাথুরুসিংহে ও মুশতাক
X
Fresh