• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

উয়েফার বর্ষসেরা হলেন বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ আগস্ট ২০১৮, ০৯:৪২

পারলেন না পর্তুগিজ প্রিন্স উয়েফার বর্ষসেরার পুরস্কারকে হ্যাটট্রিকে পরিণত করতে। হার মানতে হলে সাবেক সতীর্থ রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের কাছে। মদ্রিচ এ পুরস্কার পেতে পেছনে ফেলেন সাবেক ক্লাব সতীর্থ রোনালদো ও লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে।

বৃহস্পতিবার রাতে মোনাকোয় বর্ষসেরা ফুটবলার হিসেবে মদ্রিচের নাম ঘোষণা করা হয়।

গত তিন মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলে। ক্লাবের এমন জয়ের পেছনে বড় অবদান ছিল মদ্রিচের। মাদ্রিদের ক্লাবটির হয়ে গত মৌসুমে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও জিতেন তিনি। এছাড়াও সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন মদ্রিচ। যার কারণে পুরস্কার হিসেবে গোল্ডেন বল বগলদাবা করেন।