ব্যাপারটা একান্তই মোসাদ্দেকের ব্যক্তিগত: সৌম্য
অনলাইন ডেস্ক
| ২৯ আগস্ট ২০১৮, ১৯:২৫ | আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৫:১৭

আরও পড়ুন : এশিয়া কাপে খেলবেন সাকিব
------------------------------------------------------- উত্তরটা চাওয়া হয় সৌম্য সরকারের কাছে। কেন না, মোসাদ্দেকের উপর নিষেধাজ্ঞা গণমাধ্যমের সঙ্গে কথা বলায়। সৌম্যর উত্তর কিছুটা সোজাসাপ্টা। তার কথায় বোঝা গেল, এর কোনও প্রভাব পড়ছেনা অনুশীলনে। ‘এটা একান্তই তার ব্যক্তিগত ব্যপার। আমরা সবাই চেষ্টা করছি নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে যেতে। আমাদের সবার মনোযোগ এখন এশিয়া কাপকে ঘিরে।’ সৌম্য আরও বলেন, হাতে বাকি আছে ১৫ কি ১৬ দিন। আমাদের এই সময়ের ভেতরই তৈরি হতে হবে। সবার লক্ষ্য এখানে ভালো মতো তৈরি করা নিজেদের। এমআর/ওয়াই