• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিকেলে প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ আগস্ট ২০১৮, ১১:১৯

বাংলাদেশে ফুটবল যেন ঝিমিয়ে পড়েছিল। ক্রিকেট নিয়ে মানুষের যতটা আবেগ, ফুটবল নিয়ে ততটা দেখা যায় না। কিন্তু এ কথা অন্তত আজকের ম্যাচটিকে নিয়ে মানা যায় না। কারণ আজ শ্রীঙ্কার বিরুদ্ধে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। অথচ এই ম্যাচের টিকিটের জন্য হাহাকার পড়ে যায় পুরো নীলফামারী জুড়ে। এ যেন ফুটবলের জোয়ার।

আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। খেলার ধারাবিরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের জন্য একমাত্র প্রীতি ম্যাচ এটি। অবশ্য এ ম্যাচে দেখা মিলবে না সবশেষ এশিয়ান গেমসে খেলা বাংলাদেশ ফুটবল দলের সেরা একাদশকে। এ ম্যাচের একাদশ সাজানো হবে এশিয়াডে সুযোগ না পাওয়া তরুণ ও সিনিয়র খেলোয়াড়দের দিয়ে। কারণ হিসেবে কোচ জেমি ডের বক্তব্য সিনিয়র ও জুনিয়রদের পরখ করে দেখার সুযোগ হাতছাড়া না করা। যাতে করে সাফে শক্তিশালী একাদশ গঠন করা সহজ হয়।