• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

লা লিগা ফিরছে টিভিতে, তবে ...

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৮, ২১:১৮

স্প্যানিশ লা লিগার ২০১৮-১৯ মৌসুমের প্রথম পর্বের ম্যাচগুলো ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম পর্বে ম্যাচগুলো সকলকেই ফেসবুকের মাধ্যমে দেখতে হয়েছে। আর এতে করেই এশিয়ার ফুটবলপ্রেমীদের তোপের মুখে পড়েছে লা লিগা কর্তৃপক্ষ। অন্যদিকে এ চুক্তির ফলে দর্শক হারাচ্ছে লা লিগা।

তিন বছরের জন্য ভারতীয় উপমহাদেশে লা লিগার সম্প্রচারস্বত্ব কিনে নিয়েছিল ফেসবুক। এ চুক্তির পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ। তাই এ বিষয়টি বুঝতে পেরেই সনি পিকচার্স নেটওয়ার্কের সঙ্গে সাবলাইসেন্সিং চুক্তি করছে ফেসবুক কর্তৃপক্ষ। যার ফলে আবার টেলিভিশনে লা লিগার ম্যাচ দেখতে পাবেন উপমহাদেশের দর্শকরা।

তিন মৌসুমের জন্য এই অঞ্চলের সম্প্রচারস্বত্ব কিনে নেয় ফেসবুক। মূলত সার্ক অন্তর্ভুক্ত আট দেশ তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানে স্প্যানিশ লিগের সম্প্রচারস্বত্ব এখন ফেসবুকের। শুক্রবার শুরু হওয়া মৌসুমের ৩৮০টি ম্যাচই ফেসবুকে বিনামূল্যে দেখা যাবে। এর আগে ২০১৪ থেকে গত মৌসুম পর্যন্ত লা লিগার এই অঞ্চলের সম্প্রচারস্বত্ব ছিল সনি পিকচার্স নেটওয়ার্কের। এর জন্য লা লিগা কর্তৃপক্ষকে ৩ কোটি ২০ লাখ ডলার দিয়েছিল সনি।

ফেসবুকের সাথে সনি পিকচার্স নেটওয়ার্কের নতুন চুক্তি অনুযায়ী লা লিগার ১০০টি গুরুত্বপূর্ণ ম্যাচ সম্প্রচার করবে সনি পিকচার্স। যার মধ্যে এল ক্লাসিকো ও মাদ্রিদ ডার্বির মতো ম্যাচগুলোও থাকবে। পাশাপাশি সব ম্যাচই ফেসবুকে দেখা যাবে।

বিষয়টি নিশ্চিত করে সনি পিকচার্স নেটওয়ার্কের চিফ রেভিনিউ অফিসার রাজেশ কাউল বলেছেন, আমরা গত চার বছর লা লিগার ম্যাচগুলো সম্প্রচার করেছি। আমরা আনন্দিত যে, বিশ্বের সেরা এই ফুটবল লিগ সম্প্রচার আমরা চালিয়ে যাব। টিভি ভারতের একটি শক্তিশালী মিডিয়া। ভারতীয় দর্শকরা লা লিগার ম্যাচগুলো টিভিতে দেখতে পারবেন।

আরও পড়ুন :

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
X
Fresh