• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এশিয়াড ফুটবল

শুরু হচ্ছে নক আউট পর্ব, নির্ভার বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৮, ১৪:০৩
মঙ্গলবার সুইমিং সেশনে অংশ নেয় বাংলাদেশ দল। এসময় উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ জেসি ডে ও সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। ছবি: বাফুফে

১৬ দল নিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডের খেলা। নক আউটে ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে রয়েছে বাংলাদেশও।

২৫টি দেশ নিয়ে শুরু হয়েছিল এবারের এশিয়াডের ফুটবলের লড়াই। ছয়টি গ্রুপে ভাগ করে শুরু হয়েছিল খেলা। গ্রুপ ‘এ’ থেকে ছিল পাঁচটি দেশ, বাকি পাঁচটি গ্রুপই ছিল চারটি করে দল। সেখান থেকেই ১৬টি সেরা দল নিয়ে শুরু হচ্ছে নক আউট পর্ব।

লিগ পর্বে থাইল্যান্ড, কাতারের মতো দেশকে পেছনে ফেলে নক আউটে উঠে চমক দেয় জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি। এবার লাল-সবুজদের সামনে উত্তর কোরিয়া। কোরিয়ানরা বিশ্বকাপেও মাঠ মাতিয়েছে।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় চিকারাংয়ের উইবাওয়ার মুক্তি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সম্প্রচার করবে সনি এলআইবি।