• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের ফুটবলারদের ঈদ উদযাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ আগস্ট ২০১৮, ১৮:১৪

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফুরফুরে মেজাজে বাংলাদেশ ফুটবল অনূর্ধ্ব-২৩ দল। এশিয়ান গেমসে অংশ নিতে বর্তমান ইন্দোনেশিয়ায় অবস্থানরত দলটি সেখানেই ঈদ পালন করেছে।

দেশটির রাজধানী জাকার্তার সিকারাংয়ের সেলেকটন জাবাবেকা হোটেলের পাশে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়াডে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছে লাল সবুজের দল। আগামী শুক্রবার ২৪ আগস্ট শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে জিতকে হবে কোরিয়ানদের বিপক্ষে।

‘এফ’ গ্রুপ রানার্সআপ হিসেবে প্রতিপক্ষের তালিকায় ছিল ইরান অথবা সৌদি আরবের নাম। চিরশত্রু দুই দেশ ইরান-সৌদি আরব এবার একই গ্রুপে পড়েছিল। ২ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট, গোল ব্যবধান সব সমান ছিল। গত সোমবার শেষ ম্যাচে নির্ধারিত হয় গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্সআপ।