• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দিক নির্দেশনা দিয়ে পদত্যাগ করলেন পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ আগস্ট ২০১৮, ১১:১৫
নাজাম শেটি ও এহসান মানি

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন ইমরান খান। এর দুইদিন পরই পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) থাকে পদত্যাগ করেছেন নাজাম শেঠি। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির চেয়ারম্যান হিসেবে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি এহসান মানি।

পদত্যাগ পত্র জমা দেয়ার পর এক ভিডিও বার্তায় পিসিবির জন্য দিক নির্দেশনা দিয়েছেন শেঠি। এতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দেশে ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের স্পন্সরগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেয়ার বিষয়টিও মনে করিয়ে দেন। পাশাপাশি করাচি স্টেডিয়ামের সংস্কার কাজের বিষয়েও গুরুত্ব দেয়ার বিষয়টি জানান।

-------------------------------------------------------
আরও পড়ুন : ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন জনসন
-------------------------------------------------------