• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিরাটের সেঞ্চুরি, ইংলিশদের সামনে বিশাল লক্ষ্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ আগস্ট ২০১৮, ০৮:৫১

ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৩ রান। ইংলিশদের হয়ে ১৩ রান করে ক্রিজে রয়েছেন কেইটন জেনিংস ও ৯ রান করে অপরাজিত রয়েছেন অ্যালিস্টার কুক।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ব্যাটসম্যানদের বিরুদ্ধে ৯ ওভারে মোট তিন জন বোলার ব্যবহার করেন বিরাট কোহলি। গত দুই টেস্টে দাপট দেখিয়ে জিতলেও, এই টেস্টে একেবারেই টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতে পারেনি জো রুটের দল।

প্রথম ইনিংসে বড় রানের লিড নেয়ার পর ইংল্যান্ডের সামনে তৃতীয় টেস্ট জয়ের জন্য ৫২১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় টিম ইন্ডিয়া। হাতে আছে দুই দিন। এই ম্যাচে জয় পেতে হলে করতে হবে আরও ৪৯৮ রান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে ভারত।

সফরকারীদের হয়ে দ্বিতীয় ইনিংসে অসাধারণ পারফর্ম করেন বিরাট কোহলি। অধিনায়ক একাই করেন ১০৩ রান। বিরাটকে যোগ্য সঙ্গ দেন চেতেশ্বর পূজারা। ৭২ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ডানহাতি ব্যাটম্যান।