• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হার্দিকের দাপুটে বোলিং, চালকের আসনে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ আগস্ট ২০১৮, ০৮:২৭

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের চলছে। ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে ভারত। চমৎকার বোলিংয়ের পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে ভারতীয়রা।

রোববার দিনের প্রথম ৪২ মিনিটের মধ্যেই টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস ইংল্যান্ডের বোলাররা গুটিয়ে দেয়। তবে ব্যাট হাতে নিজেদের প্রথম ইনিংসে দাঁড়াতে পারেনি ইংলিশরা।

এজবাস্টনে মাত্র ৩৮.২ ওভারে শেষ হয়ে যায় ইংলিশদের প্রথম ইনিংস। হার্দিক পান্ডিয়ার দাপুটে বোলিংয়েই শেষ হয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার।

মাত্র ছয় ওভার বল করে একটি মেডেনসহ ২৮ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন হার্দিক। ইশান্ত শর্মা এবং জসপ্রীত বুমরাহ তুলে নেন দু'টি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সামি।

অন্য দিকে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সুবিধাজনক স্থানে ভারত। দিনের শেষে সফরকারীদের রান ৩১ ওভারে দুই উইকেটে ১২৪। ইংল্যান্ডের থেকে ২৯২ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে আউট হন শিখর ধাওয়ান। ৩৬ রান করে মাঠ ছাড়েন লোকেশ রাহুল।

৩৩ রান করে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা এবং ৮ রান করে ক্রিজে আছেন অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh