• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বার্সার ৬ হাজারতম গোলের দিনে নায়ক মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ আগস্ট ২০১৮, ০৯:৫৭

অধিনায়ক হিসেবে লা লিগায় প্রথম ম্যাচে নেমেছিলেন লিওনেল মেসি। আলাভেসের বিপক্ষে খেলতে নেমেই দিনটি স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ন্যু ক্যাম্পে ৩-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা

কাতালানরা হয়ে দুটি গোল করেছেন নতুন অধিসায়ক। একটি গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো।

বারে লেগে বল ফেরত আসা, কখনও প্রতিপক্ষের গোলকিপারের অসাধারণ সেভ, কখনও আবার ডিফেন্ডারদের নৈপুণ্যে গোল করতে পারছিল না ভালভার্দের শিষ্যরা। আর তাই প্রথমার্ধে ০-০ সমতায় মাঠ ছাড়তে হয়।

অবশেষে ৬৩তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত সময়টি। বার্সার প্রাণভোমরা ডি বক্সের বাইরে ফাউলের শিকার হন। ফ্রি-কিকে সবাইকে বোকা বানিয়ে মৌসুমের প্রথম গোলটি করেন মেসি। এতে স্প্যানিশ লা লিগার ইতিহাসে ৬ হাজারতম গোল করলো বার্সা।