• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-ভারত ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য (লাইভ)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ আগস্ট ২০১৮, ১৯:৪৮

সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধের পর ০-০ গোলের সমতায় রয়েছে দুই দল।

আজ শনিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

টুর্নামেন্টের ফেবারিট দুই দল শুরু থেকেই একে ওপরকে আক্রমণে কোণঠাসা করার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

দক্ষিণ এশিয়ার কিশোরীদের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৪-০ ও নেপালকে ৩-০ গোলে হারায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে মারিয়া মান্ডার দল।

অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। গ্রুপ পর্বের ম্যাচে তারা শ্রীলঙ্কাকে ১২-০ ও ভুটানকে ১-০ গোলে পরাজিত করে। সেমিফাইনাল ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

গেলো বছর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ওই আসরে স্বাগতিকরাই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। লিগ পর্বে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ ও ভারতে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচটি অনলাইনে সরাসরি দেখতে হলে ক্লিক করুন এই লিংকে

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh