• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-ভারতের ফাইনাল লাইভ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ আগস্ট ২০১৮, ১৮:৫৪

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের আশায় টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ শনিবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি।

যদিও ফাইনাল ম্যাচটি কোনও টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করছে না, তবে ভুটান ফুটবল ফেডারেশনের সৌজন্যে খেলাটি সরাসরি উপভোগ করা যাবে অনলাইনে।

------------------------------------------------------------------
আরও পড়ুন : শিরোপা ও বাংলাদেশের মাঝে বাধা ভারত
------------------------------------------------------------------

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফেভারিটের মতোই শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা এবং প্রত্যাশা অনুযায়ী মারিয়া মান্ডার দল উঠে গেছে ফাইনালে।

গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দেয়ার পর নেপালকে তহুরা-শামসুন্নাহাররা হারিয়েছে ৩-০ গোলে। এরপর সেমি-ফাইনালে স্বাগতিক ভুটানকে মেয়েরা হারিয়েছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

এবারের ফাইনালেও লাল-সবুজদের সামনে ভারতের কিশোরীরা। গত আসরে যাদেরকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ মেয়েরা।

শিরোপা ধরে রাখতে মুখিয়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

এদিকে গেলো আসরের ফাইনালে হারের হতাশা কাটাতে আত্মবিশ্বাসী ভারত। তাদের প্রধান কোচ ফিরমিন ডি'সুজা জানিয়েছেন, তার দল প্রস্তুত ফাইনালে নিজেদের সেরাটা উজাড় করে দিতে।

বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচটি সরাসরি দেখতে হলে ক্লিক করুন এই লিংকে

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh