• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পর্দা উঠলো এশিয়ান গেমসের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ আগস্ট ২০১৮, ১৮:০৪

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে ১৮তম এশিয়ান গেমস। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়াড। জাকার্তা ছাড়াও এশিয়ান গেমসের ইভেন্টগুলো আয়োজিত হবে পালেমবার্গ পশ্চিম জাভা এবং বান্টেন শহরে। টানা ১৫ দিন ধরে চলতে থাকা ইভেন্টে অংশগ্রহণ করছে মোট ৪৫টি দেশ। মোট ৫৮টি ইভেন্টে অংশ নেবেন প্রায় ১০ হাজার অ্যাথলেট।

আজ শনিবার জাকার্তার গেলোরা বাং কারনো স্টেডিয়ামে প্রথমেই অংশগ্রহণকারী দেশগুলোর ক্রীড়াবিদরা মার্চ পাস্টে অংশ নিচ্ছেন। এরপর স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা প্রায় ৪ হাজার নৃত্যশিল্পীর পারফরম্যান্স উপভোগ করেন। এছাড়াও সুরের মূর্ছনায় মাতাতে শতাধিক বাদকের পরিবেশনায় ছিল অর্কেস্ট্রা।

প্রতিযোগিতায় ৮৬ জন পুরুষ ক্রীড়াবিদ, ৩১ জন নারী ক্রীড়াবিদ, ২৬ জন পুরুষ কোচ ও ৫ জন নারী কোচসহ মোট ১৪৮ জনের বিশাল বহর পাঠিয়েছে বাংলাদেশ।

এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নেবে ১৪টি ডিসিপ্লিনে- আর্চারি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, গলফ, ফুটবল, বিচ, ব্রিজ, হকি, কাবাডি, শ্যুটিং, সাঁতার, ভারত্তোলন, রেসলিং ও রোইংয়ে। এবারের এশিয়ান গেমসের মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেছেন এসএ গেমসে দেশকে স্বর্ণ উপহার দেয়া ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।

কাবাডি ইভেন্টে সফলতা পাওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। পদক ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই ইন্দোনেশিয়ায় খেলতে গেছে দেশের নারী কাবাডি দল। কাবাডি ছাড়াও শ্যুটিং ও আর্চারিতে ভালো ফলাফল অর্জনের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

এ পর্যন্ত এশিয়াডে বাংলাদেশের পদক সংখ্যা ১২টি। যার ৭টিই এসেছে কাবাডি থেকে। ‍দুটি পদক এসেছে নারী কাবাডি থেকে। আর অন্য ৫টি পদক বাংলাদেশকে উপহার দিয়েছে পুরুষ কাবাডি দল।

আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই গেলো ১০ আগস্ট থেকেই শুরু হয়েছে এশিয়ান গেমসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট পুরুষ ফুটবল। এরইমধ্যে গ্রুপ পর্বে দু’টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছেন জামাল ভূঁইয়ারা। দ্বিতীয় ম্যাচে গেলো বৃহস্পতিবার থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামীকাল রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে নামবে জেমি ডে’র শিষ্যরা।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh