• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

অসুস্থ হয়ে হাসপাতালে কায়সার হামিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ আগস্ট ২০১৮, ০৮:৪২

বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় তাকে মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় ।

পেটে ও বুকে ব্যাথা অনুভব হলে তিনি হাসপাতালে ভর্তি হন। সবার কাছে দোয়া চেয়েছেন ৫৪ বছর বয়সী এ সাবেক ডিফেন্ডার।
-------------------------------------------------------
আরও পড়ুন : আজ শপথ নেবেন ইমরান খান
-------------------------------------------------------

ফেসবুক ওয়ালে নিজের অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন কায়সার।

কায়সার হামিদ বাংলাদেশের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। ক্যারিয়ারের সোনালী সময় তিনি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে কাটিয়েছেন। ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৩ ও ১৯৯৬ সালে লিগ চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান দলের সদস্য ছিলেন তিনি। সাদা-কালো জার্সীধারীদের অধিনায়ক ছিলেন ১৯৮৯-১৯৯০ সালে।

কায়সার হামিদ কলকাতা লিগেও খেলেছেন। ৮৭, ৮৮, ৯০ ও ৯১ সালে তিনি কলকাতার জায়ান্ট মোহামেডানের জার্সি গায়ে মাঠ মাতান সুনামের সাথে। তিনি জাতীয় দলেও দীর্ঘদিন রক্ষণ সামলিয়েছেন। অধিনায়ক ছিলেন ৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে লাল দলের ও ৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে।

আরও পড়ুন :
আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যেতে শুরু করেছেন হাজিরা
রাতে নামছে রোনালদোর জুভেন্টাস

এএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করল ইউরোপের ফুটবল ক্লাবগুলো
শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট
X
Fresh