• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আজ থেকে শুরু রোনালদোবিহীন লা-লিগা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৮, ১৫:৩৫

আজ থেকে শুরু হচ্ছে লা-লিগার ২০১৮-১৯ মৌসুম। বিগত নয় বছর মেসি-রোনালদো দ্বৈরথ স্প্যানিশ লা লিগার দিকে চুম্বকের মতো টেনেছে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তকে। মেসি-সুয়ারেজ কিংবা মদ্রিচের মতো তারকারা থাকলেও গোটা আসর জুড়ে পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোকে মিস করবে গোটা ফুটবল দুনিয়া।

আর এতে করেই নয় মৌসুম পর একজন মহাতারকাকে ছাড়াই মাঠে গড়াবে লা লিগা। অপরদিকে রোনালদোকে নিয়ে আবারও জেগে ওঠার অপেক্ষায় সিরিআ।

মৌসুমের শুরুর ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় মুখোমুখি হবে জিরোনা-রিয়াল ভ্যালাদোলিদ। একই দিনে দিনের অপর ম্যাচে মাঠে নামবে রিয়াল বেটিস ও লেভান্তে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ২টায়।

শনিবার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাতালান ক্লাবটির ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ২টায়। আর পরদিন রোববার মৌসুম শুরু করবে রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গেটাফের বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদ ক্লাবটি। রানার্সআপ অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে ভ্যালেন্সিয়ার মাঠে, সোমবার রাত ১২টায়।

রোনালদোর ছোঁয়ায় নতুন করে জেগে ওঠা সিরিআর নতুন মৌসুম শুরু হবে জুভেন্টাসের ম্যাচ দিয়েই। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় চিয়েভো ভেরনার মাঠে নামার মধ্য দিয়ে শুরু হবে জুভদের ‘স্কুডেট্টো’ ধরে রাখার মিশন। আর এই ম্যাচের মধ্যে দিয়েই শুরু হতে পারে ইতালিতে রোনালদো যুগ।

আরও পড়ুন :

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
X
Fresh