• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মানজুকিচের পর বিদায় বললেন সুবাসিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৮, ১০:৫০

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে গোলবারের দায়িত্ব সামলানো ড্যানিয়েল সুবাসিচ। মানজুকিচ অবসর নেয়ার একদিন না পেরুতেই এ ঘোষণা দিলেন সুবাসিচ।

বুধবার সুবাসিচ আন্তর্জাতিক ফুটবলে ক্রোয়াট গ্লাভস পরে আর গোলপোস্টের নিচে দাঁড়াবেন না বলে জানান। সুবাসিচের এই অবসরের খবরটি জানিয়েছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন।

সুবাসিচ হলেন বিশ্বকাপের পর ক্রোয়েশিয়ার হয়ে অবসরে যাওয়া তৃতীয় ব্যক্তি। এর আগে ভেদ্রান করলুকা ও মারিও মানজুকিচ জাতীয় দলের হয়ে না খেলার ঘোষণা দেন।
------------------------------------------------------------------
আরও পড়ুন : শীর্ষে ফ্রান্স, দশে নেই আর্জেন্টিনা-জার্মানি
------------------------------------------------------------------

ফেডারেশনের কাছে লেখা চিঠিতে ৩৩ বছর বয়সী মোনাকো গোলরক্ষক বলেন, জাতীয় দলের হয়ে ১০টি বছর কাটানোর পর পছন্দের জার্সিকে বিদায় বলার সময় এসেছে। আমি বড় এই সিদ্ধান্তটা বিশ্বকাপের আগেই নিয়েছিলাম। কারণ আমার স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপের পর ক্যারিয়ারটা শেষ করা। রাশিয়া বিশ্বকাপ ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। সবাইকে ধন্যবাদ।