• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অধিনায়ক মেসির টানা দুই শিরোপা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৮, ১২:২৩

গেলো সপ্তাহে বার্সেলোনার ফুল টাইম অধিনায়ক হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। তার পর টানা দুই ম্যাচে দুই দুইটি শিরোপা এনে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। দুই দিন আগেই স্প্যানিশ সুপার কাপে সেভিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। এবার হুয়ান গাম্পার ট্রফি নিজেদের করে নিয়েছে কাতালান দলটি। বুধবার রাতে ন্যু ক্যাম্পে আর্জেন্টিনার দল বোকা জুনিয়র্সকে ৩-০ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

মৌসুম শুরুর আগে ঘরের মাঠ প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ব্লাউগ্রানাদের হয়ে একটি করে গোল দিয়েছেন মেসি, ম্যালকম ও রাফিনহা।

বার্সার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ফুটবলার ও সভাপতি হুয়ান গাম্পারের স্মরণে ১৯৬৬ সাল থেকে প্রতিবছর এই ম্যাচটি আয়োজন হয়ে আসছে। এটি হচ্ছে ৫৩তম আসর। এ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টারা ৪১ টি ট্রফিতে নিজেদের নাম লেখাল।

ম্যাচের ১৮ মিনিটে বার্সার নতুন ব্রাজিলিয়ান তরুণ তারকা ম্যালকম গোল করে দলকে এগিয়ে দেন। মেসি থেকে পাস পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন এই ফরোয়ার্ড। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান নয়া অধিনায়ক নিজেই। এতে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করে দলের জয় নিশ্চিত করেন রাফিনহা। বদলি হিসেবে নেমে লুইস সুয়ারেজের দেয়া পাসে স্কোর লাইন ৩-০ করেন এই ব্রাজিলিয়ান। শেষ পর্যন্ত কোনো গোল না হওয়া টানা ষষ্ঠবারের মতো হুয়ান গাম্পার ট্রফি জিতে নেয় মেসির দল। ম্যাচ সেরা হয়ে চতুর্থবারের মতো এমভিপি অ্যাওয়ার্ড জিতে নেন মেসি। এর আগে ২০১৩, ২০১৪, ২০১৬ সালে এই পুরস্কান জিতে নেন ৩১ বছর বয়সী এই তারকা।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
X
Fresh