• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সিদ্ধান্ত সাকিবের: পাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ আগস্ট ২০১৮, ১৭:৩৯

পুরো ব্যপারটাই এখন সাকিবের উপর। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক চাইলে খেলতে পারেন এশিয়া কাপে, নইলে যেতে পারেন অপারেশন টেবিলে। সোজা কথা, সাকিব আল হাসান যেটা ভালো মনে করেন।

ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগে যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো ব্যাথানাশক ইনজেকশন দিয়ে শুরু করেছিলেন সিরিজ। এরপর ব্যাথা নিয়েই খেলেছেন টি-টোয়েন্টি সিরিজ।

সফর শেষে যুক্তরাষ্ট্রে কদিন থাকার কথা থাকলেও দেশে ফিরে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ও বোর্ড প্রধানের সঙ্গে পরামর্শ করতে। এর ভেতর হজে যাওয়ার তাড়াও ছিল সাকিবের।

সাকিবরা ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার দিনই বোর্ড মিটিংয়ে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেদিন তিনি গণমাধ্যমকে বলেন, যদি সম্ভব হয় সাকিব এশিয়া কাপে খেলুক। দরকার হলে ইনজেকশন নিয়ে। কেন না, এশিয়া কাপ আমাদের জন্য অনেক গুরুত্বের। এরপর জিম্বাবুয়ে সিরিজ আছে। তখন না হয় অপারেশন করাবে।
-----------------------------------------------------------------------
আরও পড়ুন : স্পেন থেকে খসে পড়লো আরেকটি তারা
-----------------------------------------------------------------------

আজ মঙ্গলবার বিসিবি প্রধান এ নিয়ে আবারও কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। আজ অবশ্য কিছুটা মত পাল্টেছে।

পাপন বলেন, আমি মনে করি সিদ্ধান্তটা সাকিবের। ওর যেটা ভালো মনে হয়। আমাদের চাওয়া ও অন্তত এশিয়া কাপে খেলুক।

তিনি আরও বলেন, সাকিব হজে যাওয়ার আগে আমাকে ফোন করেছিল। সে জিজ্ঞেস করেছে, আমি কি করব। আমি বলেছি তোমার যদি হাতে বেশি ব্যথা হয় তবে অপারেশন করে ফেলাই ভালো। আবার এটাও বলেছি, তুমি যদি মনে করো এশিয়া কাপে খেলা সম্ভব তাহলে পরে করো। এখন সিদ্ধান্ত তোমার।
এশিয়া কাপের পরেই রয়েছে ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ।

বিসিবি প্রধান আরও বলেন, সাকিব চাইলে এখান থেকে একটা সিরিজ না খেলে ওই সময়ও অপারেশন করাতে পারে।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ কামিন্স
টিভিতে আজকের খেলা
X
Fresh