• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেইমারের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ আগস্ট ২০১৮, ১৩:০৬

বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হারের পর কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। রাশিয়াকে বিদায় জানিয়ে সোজা পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার। গুঞ্জন ছিল চলতি মৌসুমেই দল পরিবর্তন করছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্যারিস সেন্ট জামের্ইর পিএসজি) হয়েই মাঠে নামার ঘোষণা দেন ২৬ বছর বয়সী এই তারকা। রোববার রাতে মৌসুমের প্রথম ম্যাচে নেমেই জাত চিনিয়েছেন ব্রাজিলের পোস্টার বয়।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের কায়েন এফসির বিপক্ষে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নতুন কোচ থমাস টুশেলের অধীনে খেলতে নেমে দলের হয়ে প্রথম গোলটি করেন নেইমারই। দশ মিনিটের মাথায় ক্রিস্টোফার এঙ্ককুর পাস থেক বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

ম্যাচের ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে প্যারিসের দলটি। আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার চমৎকার পাসে গোল করেন ফ্রেঞ্চ মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওত।

দ্বিতীয়ার্ধ বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফ্রেঞ্চ পাওয়ার হাউজের খেলোয়াড়রা। অবশেষে ম্যাচের একদম শেষভাগে সফলতা পায়। ৮৯তম মিনিটে পিএসজির হয়ে শেষ গোলটি করেন আমেরিকার ফরোয়ার্ড টিমোথি উইয়াহ।