• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ আগস্ট ২০১৮, ১২:২৯

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপের ম্যাচে আজ সোমবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে যারা জয়ী হবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

গত বৃহস্পতিবার বিশাল জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

এক ম্যাচে জয় পেয়েই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। কারণ শুক্রবার পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে নেপাল।

‘বি’ গ্রুপ থেকে দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ ও নেপালের মেয়েরা।

আজই ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে ভুটান ও ভারত। এই দুই দলেরও সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এই ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে গ্রুপ ‘এ’ থেকে কারা গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার আপ হবে।
আগামী ১৬ আগস্ট শুক্রবার সেমিফাইনালের দুটি ম্যাচ হবে। আর ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh