• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘পিএসজিতে নেইমারের মতোই গুরুত্বপূর্ণ বুফন’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৮, ১২:৩৯

১৭ বছরের সম্পর্ক বিচ্ছেদের পর জুভেন্টাস থেকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন জিয়ানলুইজি বুফন। ৪০ বছর বয়সী এই গোল রক্ষক আর মাঠে যাবেন কিনা, তা নিয়ে সন্দেহ ছিল। তবে শেষ পর্যন্ত ইতালিয়ান কিংবদন্তি মাঠে থাকারই সিদ্ধান্ত নেন। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটির সঙ্গে চুক্তি সেরেছেন ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার। ২০১৬ সালে ইতালির জার্সিতে বিশ্বকাপ জয়ী এই তারকার এজেন্ট জানিয়েছেন পিএসজির জন্য দলটির সবচেয়ে বড় তারকা নেইমারের মতোই গুরুত্বপূর্ণ বুফন।

২০১৭/১৮ মৌসুমে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিসের দলটিতে যোগ দেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। যা ট্রান্সফার ফি’র ইতিহাসে রেকর্ড গড়ে। এতে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে যান ২৬ বছর বয়সী এই তারকা।

গেলো মৌসুমে নামের সঙ্গে তাল মিলিয়েই নিজের সেরাটা উপহার দিচ্ছিলেন সাম্বা কিং। সময়ের অন্যতম সেরা তারকাকে পেয়ে উচ্ছ্বসিত ছিল দলও। তবে মৌসুমে শেষ হবার আগেই ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে পড়তে হয় নেইমারকে।

--------------------------------------------------
আরও পড়ুন : লর্ডস টেস্টের আগে ইংল্যান্ড দলে দুঃসংবাদ
--------------------------------------------------