• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আগুয়েরোর রেকর্ডের দিনে কমিউনিটি শিল্ড ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ আগস্ট ২০১৮, ১৫:৩৭

গত মৌসুমে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করলেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের জোড়া গোলে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতে নিলো ম্যানচেস্টার সিটি। চেলসিকে ২-০ গোলে হারানো দিনে অনন্য উচ্চতায় পৌঁছেছেন এই আর্জেন্টাইন তারকা। সিটিজেনদের জার্সিতে প্রথম ফুটবলার হিসেবে করেছেন দুইশত গোল।

এনিয়ে পঞ্চমবারের মতো কমিউনিটি শিল্ডের শিরোপা পেল ইংলিশ ক্লাবটি। সর্বপ্রথম ১৯৩৭-৩৮ মৌসুমে এই শিরোপা জিতে নেয় তারা। এরপর ১৯৬৮-৬৯, ১৯৭২-৭৩ ও ২০১২-১৩ মৌসুমে এই ট্রফি ঘরে তুলেছিল ম্যানচেস্টারের দলটি।

রোববার ওয়েম্বলিতে ম্যাচের ১৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ৩০ বছর বয়সী আগুয়েরো। আর সেই গোলেই রেকর্ড গড়লেন ম্যানসিটির এই নির্ভর যোগ্য খেলোয়াড়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন আগুয়েরো। ২-০ গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
ফের শীর্ষে আর্সেনাল
X
Fresh