• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেসির হস্তক্ষেপে বার্সায় যোগ দিচ্ছেন পগবা!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৮, ২০:০৬

ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। ওই ম্যাচের শেষে নিজের পছন্দের ফুটবলার লিওনেল মেসিকে পেছন থেকে এসে আলিঙ্গন করেন পল পগবা। গায়ে হাত দেবার পর ফ্রেঞ্চ মিডফিল্ডারের চেহারায় তাকান মেসি। স্পষ্টই ফুটে ওঠে নিজেদের মধ্যে বোঝাপড়া বেশ ভালই।

শুধু তাই নয় বরাবরের মতো ওই বারও আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পগবা।

ম্যাচ শেষে ২৫ বছর বয়সী তারকা বলেন, বিশ্বের সেরা ফুটবলারের বিপক্ষে খেলতে সব সময়ই ভালো লাগে।

প্রিয় ফুটবলের প্রতিপক্ষ হিসেবে খেলতেই এতো সুখ। আর যদি দুজন এক দলের হয়ে খেলে, সেক্ষেত্রে কেমন অনুভব হতে পারে পগবার?

গুঞ্জন রয়েছে বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ভালো সময় কাটছে না বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারের। ইংলিশ দলটির পর্তুগিজ কোচ হোসে মরেনিহোর সঙ্গেও দ্বন্দ্ব রয়েছে এমনটা অনেক আগে থেকেই কানাকানি হয়ে আসছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : তিন বছরের জন্য বার্সায় ভিদাল!
--------------------------------------------------------

সব মিলিয়ে চলতি মৌসুম শুরু হবার আগে মেসির দল বার্সেলোনায় যোগ দেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পগবার। আর এই দলবদলে হাত রয়েছে মেসির। ইংলিশ গণমাধ্যম ডেইলি স্টার এমনটাই জানাচ্ছে।

গেলো মৌসুমে মাঝমাঠের রাজা আন্দ্রে ইনিয়েস্তাকে হারানোর পর তার যোগ্য উত্তরসূরি খোঁজার মিশন শুরু করে কাতালান ক্লাবটি। আর এই সুযোগটিই কাজে লাগাতে চান পগবা।

ন্যু ক্যাম্প ছাড়াও ফ্রান্সের এই বিশ্বকাপ জয়ী দলের সদস্যকে নিজেদের করে নেয়ান দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি)।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডোপকাণ্ডে চার বছরের নিষেধাজ্ঞা পেলেন পগবা
X
Fresh