• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্মিথকে হটিয়ে শীর্ষে বিরাট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৮, ১৭:৫১

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে ভারত। দল গেলেও দুই ইনিংসেই উজ্জ্বল ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ১৪৯ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন ডান-হাতি এই ব্যাটসম্যান। অসাধারণ এই পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠে এলেন ২৯ বছর বয়সী এই তারকা।

টেস্ট ক্যারিয়ারে প্রথম প্রথমবারের মদো টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এলেন বিরাট। তার আগে শীর্ষে ছিলেন বল টেম্পারিং কাণ্ডে নির্বাসিত হওয়া স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে গেলেন ভারতের অধিনায়ক। ৯৩৪ পয়েন্ট পেয়ে তিনি ভারতীয়দের মধ্যে সবার আগে।

বিরাটাকে এই জায়গা ধরে রাখতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের বাকি চারটি টেস্টেও ভাল পারফরম্যান্স দেখাতে হবে।

এর আগে সব শেষ ২০১১ সালে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শচীন টেন্ডুলকার টেস্ট র‌্যাংকিংয়ের সিংহাসনে বসেছিলেন।