• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শাস্তি পেলেন রনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৮, ১৫:৩৮

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ১২ রানে হারিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি। এই ম্যাচে অসাধারণ বোলিং করলেও আইসিসি থেকে শাস্তি পেতে হয়েছে আবু হায়দার রনিকে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই টাইগার পেসারকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও জমা হয়েছে তার নামের পাশে।

এদিন উইন্ডিজ ব্যাটসম্যানের বিপক্ষে বাজে ভাষা ব্যবহারের জন্য ২২ বছর বয়সী রনিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

--------------------------------------------------------
আরও পড়ুন : মনে হচ্ছিল আমি বাংলাদেশেই খেলছি: সাকিব
-------------------------------------------------------

ইনিংসের ১৪তম ওভারের ঘটনা সেটি। রনির পরপর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন রোভমান পাওয়েল। আম্পায়ার আগে সতর্ক করার পরও রনি তখন কটু কথা বলেন, যা আইসিসির চোখে ‘অনুপযুক্ত’।