• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইংলিশদের মাইলফলকের ম্যাচে ‘বিরাট’ বাধা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ আগস্ট ২০১৮, ১১:০৯

চলছে ইংল্যান্ডের হাজারতম টেস্ট। ক্রিকেটের ইতিহাসের প্রথম দল হিসেবে এই মাইলফলক ছুঁয়েছে ইংলিশরা। এজবাস্টনে ভারতের বিপক্ষের এই ম্যাচটি জয় করে ঐতিহাসিক এই ম্যাচটি কী নিজেদের করে নিতে পারবে ক্রিকেটের জনকরা? কারণ সামনে যে ‘বিরাট’ বাধা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিততে গেলে সফরকারীদের করতে হবে আর ৮৪ রান। আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে চতুর্থ দিনের খেলা। হাতে রয়েছে ৫ উইকেট।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের বিরুদ্ধে একাই লড়াই করছেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার অধিনায়ক অপরাজিত রয়েছেন ৪৩ রানে।

ভারত ৫ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে। দলপতির সঙ্গে ক্রিজে রয়েছেন দীনেশ কার্তিক। ডান হাতি এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান অপরাজিত ১৮ রানে।

দ্বিতীয় দিনের পর এদিন স্বাগতিকদের ইনিংস শেষ হয় মাত্র ১৮০ রানে। ইংল্যান্ড ইনিংসে ভাঙন ধরান ইশান্ত শর্মা। ৫১ রানে ৫ উইকেট তুলের নেন এই পেসার। রবিচন্দ্রণ অশ্বিন ৫৯ রানে ৩টি ও উমেশ যাদব ২০ রানে নেন দুটি উইকেট।

ইংলিশদের হয়ে একমাত্র স্যাম কারান ৬৩ রান করে দলকে কিছুটা সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।

এদিকে ১৯৪ রান তাড়া করতে নেমে দুই ওপেনার মুরলী বিজয় (৬) ও শিখর ধাওয়ান (১৩) জুটি ফের ব্যর্থ হন। কেএল রাহুলও ১৩ রানে ফিরে যান।

--------------------------------------------------------
আরও পড়ুন : ছোট পর্দায় আজকের খেলার আয়োজন
-------------------------------------------------------

কোহলি একদিক সামলে রাখলেও অজিঙ্কা রাহানে (২) আবারও ব্যর্থ হন। নাইট ওয়াচম্যান হিসাবে নামা অশ্বিন (১৩) করে ফেরেন।

ষষ্ঠ উইকেটে কার্তিককে সঙ্গে নিয়ে ব্যাটিং ধস রক্ষা করেছেন কোহলি। হাতে রয়েছে ৫ উইকেট। জিততে প্রয়োজন মাত্র ৮৪ রান।

কোহলি কি পারবেন প্রথম টেস্টে দলকে জিতিয়ে ইংল্যান্ডের স্বপ্ন চুরমার করে দিতে? উত্তর মিলবে চতুর্থ দিনই।

আরও পড়ুন :

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!
দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট
ভারতের হারে সুসংবাদ পেল বাংলাদেশ
X
Fresh