• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফের জাতীয় দলে কপিল দেব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুলাই ২০১৮, ০৮:৪৭

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ২৪ বছর পরে ফের জাতীয় দলে কপিল দেব। তবে এবার ক্রিকেট নয়, ভারতের গলফ দলে সুযোগ পেলেন ৫৯ বছর বয়সী এই কিংবদন্তি।

এশিয়া প্যাসিফিক সিনিয়রস প্রতিযোগিতার জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক।

১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত জাপানে হবে এই গলফ প্রতিযোগিতা। কপিল ছাড়াও ভারতীয় দলে আছেন ৩৫ বছর আগে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের উইকেট রক্ষক সৈয়দ কিরমানি, জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক আশিস বল্লাল, ক্রিকেটার অজিত আগরকর, মুরলী কার্তিক, বেঙ্কটপতি রাজু, সুজিত সোমসুন্দর ও ধারাভাষ্যকার চারু শর্মা।
--------------------------------------------------------
আরও পড়ুন : জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল
--------------------------------------------------------

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর কপিলকে প্রায়ই গলফ কোর্সে দেখা যাচ্ছিল। এবার তাকে ফের জাতীয় দলে দেখা যাবে। জাতীয় দলের হয়ে খেলার আগে প্রস্তুতির জন্য বেঙ্গালুরুতে একটি প্রতিযোগিতায় যোগ দেবেন সাবেক এই অলরাউন্ডার।

বন্ধু ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন। আর কপিল এখনও খেলার মাঠ থেকে সরে যাননি।

ভারতের হয়ে ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১৩১ টেস্ট ও ২২৫ ওয়ানডে খেলেছেন। বোলিং ও ব্যাটিং পারদর্শিতা কারণে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত হন কপিল।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh