• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখবেন যে চ্যানেলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুলাই ২০১৮, ১১:৪৪

টেস্ট সিরিজে হোয়াইওয়াশের পর প্রথম ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আবার পরাজয়। শেষ দিকে স্নায়ুরচাপে বাংলাদেশকে ভেঙে পড়তে আগে দেখেছিল ক্রিকেট বিশ্ব। দ্বিতীয় ওয়ানডেতেও সেই একই রূপ। শেষ পর্যন্ত ৩ রানে পরাজিত হওয়ায় শেষ ওয়ানডে হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি সেন্ট কিটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন, গাজী টিভি ও সনি ইএসপিএন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৫টি ও বাংলাদেশ ২টিতে জিতেছে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ক্যারিবীয়রা। ৩০ ম্যাচের মধ্যে ২০টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ৮টিতে জয় পায় বাংলাদেশ। ২০১২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অবশ্য ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

বাংলাদেশ দল(সম্ভাব্য)
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ,মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।