• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাতার বিশ্বকাপেও ব্রাজিলের আস্থা তিতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুলাই ২০১৮, ১৩:৩০

বিশ্বকাপে পরাজয় মানেই কোচ ছাটাই। কিন্তু কোচ ছাটাইয়ের সে পথে পা দেয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন। যেখানে বিশ্বকাপে ব্যর্থতার পর আরেক দেশ আর্জেন্টিনা তাদের কোচকে বিদায় জানিয়েছে।

বুধবার রাতে তিতের সঙ্গে নতুন করে চুক্তি করেছে ব্রাজিল। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকছেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে।

তিতের সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি সম্পর্কে সিবিএফের নির্বাহী পরিচালক রোজারিও কাবোকলো বলেন, আমরা বিশ্বাস করি নিবিড় পরিকল্পনা ও সম্পাদনের মাধ্যমে ব্রাজিল ফুটবল সাফল্য পাবে।

ছন্নছাড়া এক দলকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছিলেন তিতে। তিতের নেতৃত্বে রাশিয়ায় হট ফেবারিট হিসেবেই পা রাখে ব্রাজিল। কিন্তু কোয়ার্টারে বেলজিয়ামের কাছে পরাজয়ে স্বপ্নভঙ্গ হয় সাম্বার দেশের।