• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গায়ানার সুবিধা নিয়েই সিরিজ জয় করতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুলাই ২০১৮, ১৭:৫১

এমন সাকিবকেই তো দেখতে চায় বাংলাদেশ। সাকিব হাসলে বাংলাদেশও হাসে। অনেকদিন ধরেই তো এমনটা দেখে আসছে টাইগার ভক্তরা।

ক্যারিবীয় সফরে দুই টেস্টে বাজেভাবে হারের ব্যর্থতা ভুলতে ঘুরে দাঁড়ানোটা অনেক বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের। ঘুরেও দাঁড়িয়েছে ঠিক সময়ে।

আজ বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় সিরিজ নিজের করে নিতে নামবে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বাধীন দলটি।

দলনেতা বদলের সঙ্গে যেন সবই বদলে গেছে বাংলাদেশ দলে। যে সাকিব প্রথম ম্যাচে এসেই ৩ রানের জন্য শতক হাঁকাতে পারেননি সেই সাকিব টেস্টে রানই পাননি। দুই টেস্টে তামিমের ব্যাটেও ছিল একই হাল। এক সপ্তাহ পার না হতেই ম্যাচ জেতানো ইনিংস তামিমের ব্যাটে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সিপিএল না খেলে হজে যাচ্ছেন সাকিব
--------------------------------------------------------

শেষদিকে মুশফিকের ঝড়ের বেগে রান তোলা। সব মিলে দ্বিতীয় ম্যাচ জয়ের আশা করাই যায়। ব্যাটে-বলে যারা ম্যাচ জিতিয়েছেন তাদের প্রত্যাশা তো আরও বেশি হবার কথা। সাকিব আল হাসানের মুখে তেমনটাই শোনা গেল।

‘গায়ানার কন্ডিশন দেখছি আমাদের দেশের মতোই। এখানের ঘাস, পানি, মাটি সবই দেখি প্রায় একই। আশা করছি স্পিন সহায়ক উইকেটই হবে।’

দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যপারেও আশাবাদী এই বিশ্বসেরা অলরাউন্ডার।

‘এই ম্যাচ জিতেই সিরিজটা আগে নিজেদের করে নিবো এরপর সেন্ট কিটস নিয়ে বেশি চিন্তা করতে হবেনা। আমাদের জন্য এই ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি সেন্ট কিটসের উইকেটও খুব একটা ডিফরেন্ট হবেনা।’

সাকিব আরও বলেন, সেন্ট কিটসের মাঠও খুব বেশি বড় না। ওখানে রানও বেশি হবে আশা করি। আমরাও সেভাবে নিজেদের প্রস্তুত রাখবো।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh