• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যে কারণে বিরাটকে মিথ্যাবাদী বললেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুলাই ২০১৮, ১০:১৮

২০১৪ সালের ইংল্যান্ড সফরে নিজের জাত চেনাতে ব্যর্থ হন বিরাট কোহলি। এখনও পর্যন্ত ঝকঝকে ক্যারিয়ারে সেই সফরটা একটা কালো দাগের মতো। এবার কি হবে? বিরাট নিজে বলছেন তিনি রান পান না পান সেটা বড় কথা নয়, দল জিতলেই হলো। সিরিজে ডান-হাতি এই ব্যাটসম্যানরে কড়া প্রতিদ্বন্দ্বী জেমস অ্যান্ডারসন অবশ্য তা বিশ্বাস করতে রাজি নন।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক সাক্ষাৎকারে ইংলিশ পেসার বলেছেন, ‘আমার মনে হয় বিরাট মিথ্যা বলছে’। তার মতে ইংল্যান্ডের মাটিতে ভারতের জিততে গেলে বিরাটের ভাল খেলা তো অবশ্যই দরকারি। সেই সঙ্গে ৩৫ বছর বয়সী এই পেসার মনে করেন, বিরাটের মতো দুর্দান্ত ব্যাটসম্যান ও অধিনায়ক অবশ্যই ইংল্যান্ডে রান করতে চাইবেন।

২০১৪ ইংল্যান্ড সফর বিরাটের ক্যারিয়ারে একটা ময়লাদাগ অবশ্যই। ৬ ম্যাচে করেছিলেন মাত্র ১৩৪ রান। ২০১৬/১৭ সালের ফিরতি সিরিজে ঘরের মাঠে অবশ্য ওই ইংল্যান্ডের বিরুদ্ধেই ৫ ম্যাচে করেছিলেন ৬৫৫ রান। কিন্তু তাতে ২০১৪ সালের কলঙ্ক মোচন হয়নি।

--------------------------------------------------------
আরও পড়ুন : আর্সেনালই হচ্ছে ওজিলের পরবর্তী আশ্রয়স্থল!
--------------------------------------------------------