• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

আয়ারল্যান্ড সফরে ‘এ’ দলে তাসকিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৮, ১৩:২৩

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সদ্য শেষ হওয়া আন অফিসিয়াল ওয়ানডে সিরিজের পর এবার আয়ারল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে সুযোগ মিলেছে জাতীয় দল থেকে ছিটকে পড়া তাসকিন আহমেদের।

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশের ছেলেরা।

আজ সোমবার বিসিবির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন মুমিনুল হক। অন্যদিকে টি-টোয়েন্টি দলের হাল ধরবেন সৌম্য সরকার।
--------------------------------------------------------
আরও পড়ুন : রোনালদোর পরিবর্তে রিয়ালে যেতে পারেন যারা
--------------------------------------------------------

গেলো মার্চে সবশেষ শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে অংশ নিয়েছিলেন তাসকিন। তার আগে গেলো বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অংশ নেন এই গতি তারকা।

আগামী ২৮ জুলাই আয়ারল্যান্ডের ডাবলিনে পৌঁছানোর কথা রয়েছে ‘এ’ দলের।

১ আগস্ট থেকে শুরু হওয়া প্রথম তিন ওয়ানডে ওয়াক হিল উইকলোতে হবে। পরের দুই ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ডাবলিনে হবার কথা রয়েছে।

বাংলাদেশ ‘এ’ দল

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, মুমিনুল হক, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন, জাকির হাসান, নাঈম হাসান, আরিফুল হক, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, মিজানুর রহমান ও তাসকিন আহমেদ।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh