• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয় দিয়ে পরাজয়ের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৮, ০৮:৪৪

জয় দিয়ে বছর শুরু করলেও হঠাৎই ছন্দপতন ঘটে বাংলাদেশের ক্রিকেটে। আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টে শোচনীয় পরাজয়। এমন পরাজয়ের বৃত্তে আবদ্ধ থাকা বাংলাদেশ আজ রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে লড়বে ক্যারিবীয়ানদের বিপক্ষে। এ সিরিজটি বিপর্যস্ত বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও বটে।

প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। টানা পরাজয়ে বিপর্যস্ত বাংলাদেশ জয়ের জন্য মরিয়া। বেরুতে চায় পরাজয়ের বৃত্ত থেকে। ২০১৪ সালে ক্যারিবীয়দের মাঠে বাংলাদেশ দুঃস্মৃতি নিয়েই সফর শেষ করেছিল। সে সময় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

--------------------------------------------------------
আরও পড়ুন : তিন পেসার নিয়েই কি প্রথম ম্যাচ?
--------------------------------------------------------

টেস্ট সিরিজে উইন্ডিজ বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়ানডেতেও তামিমদের মোকাবেলা করতে হবে শ্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডারের বোলিং তোপের। টেস্টে উইন্ডিজ পেসারদের বলের কোনও জবাব ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে। চার ইনিংসেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং অর্ডার। ওয়ানডে সিরিজে ব্যাটসম্যানরা চাইবেন ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে। তবে হোল্ডার-গ্যাব্রিয়েলের বাউন্স আর সুইং কাজটা সহজ হতে দিবে না মোটেও।