• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোনালদোর জন্য জুভেন্টাসের মৌসুমের সব টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুলাই ২০১৮, ১৫:৩২

আগেই ধারণা করা হয়েছিল ইতালিতে রোনালদো আসায় ব্যাপক প্রভাব পড়বে ফুটবলে। অবশেষে সেই ধারণাই বাস্তবে রূপ নিল। রিয়াল ছেড়ে ইতালিতে আসছেন এমন ঘোষণার পরই সব শেয়ারের দাম বৃদ্ধি পায়। এরপর তার জার্সি প্রথম দিনেই বিক্রি হয়েছে ৫ লাখ।

এবার তো পুরাই বাজিমাত করলেন তিনি। ২০১৮-১৯ মৌসুম এখনো শুরু হয়নি। কিন্তু ইতোমধ্যেই ঘরের মাঠে জুভেন্টাসের গোটা মৌসুমের ম্যাচগুলো দেখার টিকিট (সিজন টিকিট) ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই লুফে নিয়েছেন ক্লাবের সদস্যরা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘আমি একটা পিস্তল দিয়ে ওদের মেরে ফেলতে চাচ্ছিলাম’
--------------------------------------------------------

ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মৌসুমের ৯৫ শতাংশ টিকিট যারা নিয়েছিল তারা এবার টিকিটের পরিমাণ নবায়ন করার জন্য ক্লাবের উপর চাপ দিচ্ছে। বৃহস্পতিবার মাত্র এক ঘন্টার মধ্যে নির্ধারিত টিকিটগুলো বিক্রি হয়ে গেছে। তবে ক্লাব সদস্যদের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে তাদের মধ্যে টিকিটগুলো এখনো দেয়া হয়নি। এবারের মৌসুমে টিকিটের দাম বাড়ানো সত্বেও বিক্রি মোটেই কম হয়নি। সেটি যে রোনালদোর জন্য, তা বলাই বাহুল্য।