• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিফার বিশ্বকাপ দলে নেই মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুলাই ২০১৮, ১১:৩৯

৩২টি দেশের সমন্বয়ে দীর্ঘ একমাসের যুদ্ধ শেষে শিরোপা উঠেছে ফ্রান্সের ঘরে। আগামী চার বছর ফুটবল বিশ্বের রাজত্ব থাকবে লস ব্লুজদের হাতে। এরপর ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে আবার খোজা শুরু হবে নতুন কোনও রাজার। যারা হবে পরবর্তী চার বছরের সিংহাসনের মালিক। ২১তম বিশ্বকাপে ফুটবল বিশ্ব অনেক তারকাকে পেয়েছে। তেমনি ছিটকে যেতে দেখেছে অনেক তারকাকে।

প্রতিবারের ন্যায় এবারও বিশ্বকাপে খেলোয়াড়দের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে দল ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যার নাম দিয়েছে ওয়ার্ল্ড কাপ টিম অব দ্যা টুর্নামেন্ট। তবে এই একাদশ নিয়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : আম্পায়ার থেকে বল নিয়ে ধোনির অবসরের ইঙ্গিত?
--------------------------------------------------------

কারণ এই একাদশে জায়গা পাননি টুর্নামেন্টের সেরা গোলদাতা খেলোয়াড় হ্যারি কেন। ছয়টি গোল করে এবার গোল্ডেন বুট জিতেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। অন্যদিকে এবার সেরা গোলরক্ষক গোল্ডেন গ্লাভস জয়ী বেলজিয়ামের থিবো কোর্তোয়াও প্রকাশিত একাদশে জায়গা পাননি। ফিফার একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন দল ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস।