• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আনন্দে মাতোয়ারা প্যারিস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৮, ১৪:০৫

প্রথম হাফে হাড্ডাহাড্ডি লড়াই। আত্মঘাতী থেকে পেনাল্টিতে গোল। গোলকিপারের মারাত্মক ভুল থেকে ফের গোল। শেষ মুহূর্তে প্রশান্তির বৃষ্টি। বিশ্বকাপ ফাইনালটা এমটাই হওয়া উচিৎ। সবই ছিল মস্কোর লুঝিনিকি স্টেডিয়ামে। শেষ হাসিটা হাসল ফ্রান্সই। জিনেদিন জিদানের পর আতোঁয়া গ্রিজম্যান ফ্রেঞ্চদের এনে দিলেন ফুটবলের সর্বোচ্চ মর্যাদা।

প্যাট্রিক ভিয়েরার পর পল পগবা ১৯৯৮ সালের চ্যাম্পিয়নদের ফুটবল বিশ্বে আরও উচ্চতা পৌঁছে দিলেন। রোববার উরুগুয়ে ও আর্জেন্টিনার মতো দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নিলো ফ্রান্স।

এদিন ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফুটবলের সর্বোচ্চ আসরের সেরা দল হিসেবে রাশিয়া মিশন শেষ করলো দিদেয়ের দেশমের শিষ্যরা।

অন্যদিকে, ভাগ্যের পরিহাসে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হলো ক্রোয়েটদের। যদিও ম্যাচ হারলেও, হৃদয় জিতল মাত্র ৪২ লাখ মানুষের ছোট্ট এই দেশটি।
--------------------------------------------------------
আরও পড়ুন : ‘ইডিয়ট’ জোকোভিচই জয় করলেন উইম্বলডন
--------------------------------------------------------