• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চোখের জল ধুয়ে গেলো বৃষ্টিতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৮, ১০:১৯

পরপর তিনটে নক আউট ম্যাচে পিছিয়ে পড়েও যেভাবে ফিরে এসে ফাইনালে উঠেছিলেন জ্লাতকো দালিচের শিষ্যরা, তেমন কিছুর একটা প্রত্যাশা ছিল। ১৮ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে পিছিয়ে পরা ক্রোয়েটরা দশ মিনিট পর ইভান পেরিসিচের গোলে ফিরে এসেছিলেন খেলায়। কিন্তু ৩৮ মিনিটে আতোঁয়া গ্রিজম্যানের পেনাল্টি গোলটাই স্পিরিটটা ভেঙে দেয় গোটা ক্রোয়েশিয়া দলকে।

ম্যাচের ৫৯ মিনিটে পল পগবা, ৬৫ মিনিটে কিলিয়ান এমবাপের গোলটা ব্যবধান ৪-১ এ করে দেয়। ফ্রেঞ্চ গোলকিপার হুগো লরিসের ভুলে ক্রোয়েটরা দ্বিতীয় গোলটা করার পর একটা আশা জেগেছিল। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হলো ফ্রান্স।
--------------------------------------------------------
আরও পড়ুন : এমবাপেকে ছুঁয়ে পুতিন বিরোধী ‘প্রতিবাদ’
--------------------------------------------------------

ম্যাচ হারের পর হতাশ ক্রোয়েশিয়ান কোচ দালিচ মাথায় হাত দিয়ে বসে পড়েন। তবে কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ফুটবলারদের পাশে ছুটে যান। তখন লুঝনিকি স্টেডিয়ামে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস বৃষ্টিটা এল, তা না হলে লড়াকু ক্রোয়েটদের চোখের পানিটা দেখা যেত। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোবিচও বেশ হতাশ হয়ে পড়েন।