• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এমবাপেকে ছুঁয়ে পুতিন বিরোধী ‘প্রতিবাদ’ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৮, ০৯:১৭

প্রায় দেখা যায় প্রিয় তারকাকে ছুঁয়ে দেখার জন্য মাঠের মাঝখানেই ছুটে চলেছেন ভক্ত। কিন্তু এমন দৃশ্য কখনও বিশ্বকাপের মতো আসরে দেখা যায়নি। মাঠের মধ্যে আকস্মিক ঢুকে পড়েছেন সমর্থক। তাও এক জন নয়, মোট চার জন।

বিশ্বকাপের ৫৮ বছরের ইতিহাসে বিশেষ করে ফাইনালে এই রকম দৃশ্য কেউই আশা করেনি। এমনই এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল রাশিয়া। আর এর নেপথ্যে কারা এটাই এখন প্রশ্ন।

ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার মধ্যে গড়িয়ে চলা ফাইনালের সাক্ষী থাকতে লুঝনিকি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এই চার জনও। দ্বিতীয়ার্ধের খেলার উত্তেজনা চড়া শুরু করেছে। ঠিক এমন সময় সবাইকে অবাক করে মাঠ ঢুকে দৌড়া দৌড়ি শুরু করে দেন কালো প্যান্ট এবং সাদা শার্ট পরা এই চার জন।
--------------------------------------------------------
আরও পড়ুন : লুঝনিকিতে চলছে গোল উৎসব
--------------------------------------------------------

এদের মধ্যে একজন পুরুষ অনুপ্রবেশকারীর উদ্দেশ্য ছিল ক্রোয়েট সেন্টারব্যাক ডিজেন লোভরেনের সঙ্গে হাত মেলানো। এছাড়া অপর নারীকে দেখা যায় মাঠে ঢুকে ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের কাছে দৌড়ে গিয়ে হাত মেলাচ্ছেন। অন্যদিকে অপর দুই জন কোনো ফুটবলারের সামনে আসার আগেই চার জনকে মাঠ থেকে বেড় করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।