• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিজেকেই গোল্ডেন বলের যোগ্য মনে করেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৮, ০৯:৪৩

যোগ্য দল হিসেবেই রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ২-০ গোলে জিতল বেলজিয়াম। গোল করলেন থমাস মিউনিয়ার ও অধিনায়ক এইডেন হ্যাজার্ড। এতে গ্যারেথ সাউথ গেটের শিষ্যদের চতুর্থ স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হলো।

একটা সময় দুই দলকেই বিশ্বকাপ জেতার দাবিদার বলে মনে হচ্ছিল। তবে সেমিফাইনালের লড়াইয়েই দুই দলকে বিদায় নিতে হয়েছে। ইংল্যান্ড হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। আর ফ্রান্সের কাছে হেরে বেলজিয়ামকে বিদায় নিতে হয়।

এদিন নিয়মরক্ষার ম্যাচ হলেও কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না। ম্যাচের একেবারে শুরুতে ৪ মিনিটের মাথায় গোল করে রেড ডেভিলসদের এগিয়ে দেন মিউনিয়ার। আর একেবারে শেষ দিকে ৮২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন হ্যাজার্ড।

ম্যাচের শেষে বেলজিয়ানদের অধিনায়ককে জিজ্ঞেস করা তার চোখে চলতি বিশ্বকাপের সেরা খেলোয়াড় অর্থাৎ গোল্ডেন বলের শিরোপা কার হাতে দেখতে চান।