• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মিউনিয়ারের গোলে এগিয়ে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুলাই ২০১৮, ২১:০০

সেমিফাইনালে হারের দুঃখ ভুলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে মাঠে নেমেছে ইংল্যান্ড-বেলজিয়াম। এ ম্যাচে সান্ত্বনার জয় পেতে চায় উভয় দলই। এমন ম্যাচে শুরুতেই এগিয়ে যায় বেলজিয়ানরা। প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে হ্যাজার্ড-লুকাকুরা।

এম্যাচে মোট ৫টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। অন্যদিকে বেলজিয়াম তাদের প্রথম একাদশে পরিবর্তন এনেছে ২টি। ৫ পরিবর্তন এনে ইংল্যান্ড কি ম্যাচটি হালকাভাবে নেয়ার বার্তাই দিলো? যদি তাই হয়, তবে বেলজিয়াম শুরুতেই ভুল প্রমাণ করেছে তাদের।

তৃতীয় হওয়ার লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলতে নামে ইংল্যান্ড-বেলজিয়াম। খেলা শুরুর ৪ মিনিটের মাথায় গোল পেয়ে যায় বেলজিয়াম। নাসের শ্যাডলির অ্যাসিস্ট থেকে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান থমাস মিউনিয়ার।

মুনিয়ের বেলজিয়ামের দশম খেলোয়াড় হিসেবে রাশিয়া বিশ্বকাপে গোল করলেন। ১৯৮২ বিশ্বকাপে ফ্রান্সের ভিন্ন ১০ জন খেলোয়াড় গোল করার কৃতিত্ব দেখান। ২০০৬ বিশ্বকাপে একই কীর্তি গড়েছিলেন ইতালির খেলোয়াড়রা।

এরপর আক্রমণ-পাল্টাআক্রমণ করলেও কোনও দলই গোলের দেখা পায়নি। তাই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জাপানকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। সেমিফাইনালের ম্যাচে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে যায় বেলজিয়াম।

অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় ইংলিশরা।

বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ সাফল্য ১৯৬৬ সালে শিরোপা জয়। এরপর আর কখনও ফাইনালে উঠতে পারেনি থ্রি-লায়ন্সরা। পরের সময়ে তাদের সর্বোচ্চ সাফল্য চতুর্থ স্থান। ১৯৯০ বিশ্বকাপে চতুর্থ হয় তারা।

অন্যদিকে এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি বেলজিয়াম। বিশ্বকাপ ইতিহাসে বেলজিয়ানদের সর্বোচ্চ সাফল্য চতুর্থ স্থান। ১৯৮৬ বিশ্বকাপে চতুর্থ স্থান অধিকার করে তারা।

বেলজিয়াম একাদশ
থিবাত কর্তোয়া (গোলরক্ষক), ভিনসেন্ট কম্পানি, ইয়ান ভার্টোঙ্গেন, টবি অ্যালডারউইয়ারল্ড, অ্যাক্সেল উইটজেল, কেভিন ডি ব্রুইনা, টাইলিমান্স, থমাস মিউনিয়ার, রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড ও নাসের শ্যাডলি।

ইংল্যান্ড একাদশ
জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), রোজ, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কেইরান ট্রিপার, ফিল জোনস, ফাবিয়েন ডেলফ, এরিক ডায়ার, লফটাস-চেক, হ্যারি কেন (অধিনায়ক) ও রাহিম স্টার্লিং।

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh